Home ভাইরাল নিউজ ঢাবির কলাভবন থেকে ককটেল উদ্ধার
নভেম্বর ৬, ২০২৩

ঢাবির কলাভবন থেকে ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের ১১০৬ নম্বর রুমের ওয়াশরুম থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৬ নভেম্বর) সকালে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বস্তু দুটি উদ্ধার করে।

জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলায় ১১০৬ নম্বর রুমের ওয়াশরুমে নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন ককটেলসদৃশ দুটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি প্রক্টরকে জানানো হলে তিনি শাহবাগ থানাকে অবহিত করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে আসে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।

শাহবাগ থানার ওসি মো. আরশাদ হোসেন যুগান্তরকে বলেন, আমরা ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছি। আমাদের সিটির স্পেশাল টিম আসছিল; তারা এটা উদ্ধার করে নিয়ে গেছে।

এ বিষয়ে রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, কলাভবনের ওয়াশরুম থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার হয়েছে। এটি আসলে ককটেল কিনা, তা বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

তবে কে বা কারা এসব বস্তু সেখানে রেখেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *