Home রাজনীতি সহিংসতার ৮৯ মামলায় বিএনপির ২,১৭২ নেতা–কর্মী গ্রেপ্তার: ডিএমপি
নভেম্বর ৫, ২০২৩

সহিংসতার ৮৯ মামলায় বিএনপির ২,১৭২ নেতা–কর্মী গ্রেপ্তার: ডিএমপি

বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিন থেকে গতকাল শনিবার (৪ নভেম্বর) পর্যন্ত ৭ দিনে সংঘর্ষ–সহিংসতার ঘটনায় রাজধানীতে ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের ২ হাজার ১৭২ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।

সাত দিনে ৪২৮৩ নেতা-কর্মী গ্রেপ্তার, ৮০টির বেশি মামলা

কে এন রায় নিয়তি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ৩৭ জনকে।

ডিএমপির দেওয়া হিসাবমতে, এখন পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি, রমনা মডেল থানায় ৬টি ও শাহজাহানপুর থানায় ৬টি মামলা হয়েছে।

এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দাবি করেন, সরকার দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছে। তিনি বলেন, গতকাল গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *