Home বিনোদন বিরাটের জন্মদিনে যা লিখলেন আনুশকা
নভেম্বর ৫, ২০২৩

বিরাটের জন্মদিনে যা লিখলেন আনুশকা

ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯তম সেঞ্চুরি করেছেন। স্বামীর জন্মদিন উপলক্ষে ম্যাচের আগেই বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন আনুশকা শর্মা। সঙ্গে তিনি একটি সেলফিও পোস্ট করেছেন।

আনুশকা ইনস্টাগ্রামে লেখেন- ‘জীবনের প্রতিটি চরিত্রে ও অনন্য; কিন্তু তারপরও সে এখনো ওর এই মুকুটে একটার পর একটা খ্যাতির পালক লাগিয়ে চলেছে। আমি এ জীবনে, আগামীতে এবং সব সময় তোমাকেই ভালোবাসব সে যাই হয়ে যাক না কেন।’ স্ত্রীর পোস্টে একাধিক ইমোজি কমেন্ট করেছেন তিনি।

করণ ওয়াহি আনুশকার পোস্টে লেখেন- ‘লিজেন্ডারি বার্থডে উইশ।’ এক ভক্ত লেখেন- ‘আপনারা দুজন এমনই থাকবেন। ভীষণ মিষ্টি আপনারা।’ কেউ আবার লেখেন- ‘আপনার স্বামী এত ভালো যে ওর জন্য আমি সব কিছু করতে পারি।’

বিরাট এবং আনুশকা ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের একটি কন্যাসন্তানও আছে। সন্তান ভামিকাকে নিয়ে তাদের হামেশাই একাধিক জায়গায় বেড়াতে যেতে দেখা যায়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *