Home বিনোদন দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘টাইগার-৩’
নভেম্বর ৫, ২০২৩

দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘টাইগার-৩’

দেশে মুক্তি পেতে চলছে বলিউডের ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার-৩’। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।

যদিও এর আগে সালমান খান ও পূজা হেগড়ে অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিটি দেশের প্রেক্ষাগৃহে খুব সফল হতে পারেনি। কিন্তু সিনেমা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ‘টাইগার-৩’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে তাণ্ডব চালাবে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ‘টাইগার-৩’ সিনেমায় কেবল শাহরুখ খান নয়, এ সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হবেন হৃতিক রোশনও। তবে হৃতিককে কোন ভূমিকায় তাকে দেখা যাবে, তা এখনো খোলাসা করেনি প্রযোজনা সংস্থা। মুক্তির পরই সে রহস্যের উন্মোচন হবে।

ভারতের তিন সুপারস্টার- সালমান, শাহরুখ ও হৃতিক এখন একই সিনেমায়। তবে এক ফ্রেমে তিন সুপারস্টারকে দেখা যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়! আর দেখা গেলেও তার উপস্থাপনা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

শাহরুখ-সালমানকে ‘পাঠান’-এর পর এক ফ্রেমে দেখতেই উত্তেজিত ছিলেন অনুরাগীরা। ‘টাইগার-৩’ এ তাদের সঙ্গে হৃতিকের উপস্থিতির খবর সেই উন্মাদনা আরও বাড়িয়ে তুলল। বরাবরের মতো টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতেও সালমানের নায়িকা হবেন ক্যাটরিনা কাইফ।

সালমানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ২০১৭ সালে এর সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এবার আসছে তৃতীয় কিস্তি। এ সিনেমায় জোরালো প্রতিপক্ষ ইমরান হাশমির মুখোমুখি হবেন ভাইজান। সিনেমাটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং যশরাজ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *