Home রাজনীতি ‘কর্মসূচিতে বৈচিত্র্য খুঁজছে বিএনপি’
নভেম্বর ৫, ২০২৩

‘কর্মসূচিতে বৈচিত্র্য খুঁজছে বিএনপি’

voiceofbd24 শিরোনাম, ‘কর্মসূচিতে বৈচিত্র্য খুঁজছে বিএনপি’। খবরে বলা হচ্ছে, টানা অবরোধ বা হরতাল পালন করলে মানুষের মধ্যে একঘেয়েমি তৈরি হতে পারে। সাথে কর্মীদের মধ্যে আসতে পারে শৈথিল্য। আবার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে-পরে কর্মসূচি তীব্রতর করতে চায় দলটি।

তাই এসব কর্মসূচির পাশাপাশি আর কী করা যায়, তা নিয়ে ভাবতে বলা হয়েছে বর্তমানে সক্রিয় আছেন বিএনপির এমন নেতাদের। নতুন কর্মসূচির বিষয়ে গত দুই দিন বিএনপির শীর্ষ নেতৃত্ব দলের স্থায়ী কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছে।

সেখানে অবরোধ রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ঘেরাও, অবস্থান ও অসহযোগ আন্দোলনের মতো বিষয়ে প্রস্তাব এসেছে। তবে বেশির ভাগ নেতা অসহযোগের মতো কর্মসূচিকে উপযুক্ত মনে করছেন না বলে মত দিয়েছেন।

‘নির্বাচনের পরিবেশ নিয়ে ১১টি দলের অসন্তোষ’  আজকের প্রধান শিরোনাম। খবরে বলা হচ্ছে, নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে অন্তত ১১টি দল নির্বাচনের বিদ্যমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

এর মধ্যে কেউ কেউ আবার পরিবেশ সৃষ্টির আগে তফসিল ঘোষণা স্থগিত রাখারও পরামর্শ দিয়েছে।

তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পরিবেশ অনুকূল বা প্রতিকূল যা-ই হোক না কেন, নির্বাচন আয়োজনের বিকল্প তাদের সামনে নেই।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *