Home সারাদেশ কয়রায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
নভেম্বর ৫, ২০২৩

কয়রায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

মোঃ বায়জিদ হোসেন 
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনার কয়রা থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে কমিউনিটি ডে উদযাপন হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় এ উপলক্ষে র‍্যালী শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সভাপতিত্বেও এসআই বাবুন চন্দ্র বিশ্বাসের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এ্যাডঃ কেরামত আলী, কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টিপু সুলতান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, কমিউনিটি পুলিশিং কমিটির কমিটির সহ-সভাপতি দিদারুল আলম, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম।
এসময় উপস্থিত ছিল এসআই ফরিদুজ্জামান,এসআই মাসুম বিল্যাহ, এএসআই মিহির কুমার মজুমদার,সুলতানা মিলি,দিন মোহাম্মদ, মেহেদী হাসান দিদার, কামরুল ইসলাম, কয়রা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ঢালী আব্দুল গফফার,সাধারণ সম্পাদক মো.হাফিজুর রহমান মিস্ত্রী,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম,কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু সহ সাংবাদিক বৃন্দ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *