Home রাজনীতি রূপগঞ্জে সড়ক অবরোধ করে ভাঙচুর, কভার্ডভ্যান-ট্রাকে আগুন
নভেম্বর ২, ২০২৩

রূপগঞ্জে সড়ক অবরোধ করে ভাঙচুর, কভার্ডভ্যান-ট্রাকে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে। আব‌রো‌ধের তৃতীয়দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবরোধ সমর্থনে বিক্ষোভ করেছে বিএনপির নেতা-কর্মীরা। এসময় তারা একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ধাওয়া করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রদলের চারজনকে আটক করে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৬টার সড়কের কুশাবো এলাকায় ওই ঘটনা ঘটে।

একই সময় সিদ্ধিরগঞ্জের কাচঁপুর ব্রিজের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে বিএনপির নেতা-কর্মীরা।

ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে সকালে দুর্বৃত্তরা দুটি গাড়িতে অগ্নি সংযোগ করে। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে তাদের ধাওয়া করে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *