রাজশাহীতে অবরোধে ককটেল বিস্ফোরণ ছাত্রদলের
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে রাজশাহীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে মহানগরীর বিনোদপুরে ফাঁকা সড়কে ছাত্রদল ককটেলের এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রদল। ছাত্রদলের সেই মিছিল থেকে ককটেল বিস্ফারণ ঘটানো হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধ পালনকারীরা সড়ক থেকে চলে যায়।
এদিকে অবরোধের কারণে রাজশাহী মহানগরীর বিনোদপুর, তালাইমারী, ভদ্রা স্মৃতি অম্লান মোড়, শিরোইল বাস টার্মিনাল, সাহেববাজার, লক্ষ্মীপুর, কোর্ট এলাকাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়ন রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, রাজশাহীতে অবরোধকে কেন্দ্র করে আজও কোনো সহিংসতা বা নাশকতার খবর পাওয়া যায়নি। সকালে মহানগরীর বিনোদপুর বাজার এলাকায় ছাত্রদল কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালেও পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়েছে।
তিনি বলেন, রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মসূচি ঘিরে তারা সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছেন। সরকারি স্থাপনায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে গত দুই দিনের মতো বৃহস্পতিবারও রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং শিরোইলে থাকা ঢাকা বাস টার্মিনাল থেকে ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে আন্তঃজেলা রুটের বাস চলাচল করছে। অপরদিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাসহ সব রুটে আন্তঃনগর ও লোকাল মেইল ট্রেন যথাসময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।