Home রাজনীতি রাজধানীর বিভিন্ন স্পটে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের অবরোধ ও বিক্ষোভ
নভেম্বর ১, ২০২৩

রাজধানীর বিভিন্ন স্পটে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের অবরোধ ও বিক্ষোভ

বাড্ডা নতুন বাজারে জামায়াতের অবরোধ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লার নেতৃত্বে বাড্ডা নতুন বাজারে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য কুতুব উদ্দিন, রেজাউল করিম, আবুল বাসার, আ.সবুর প্রমুখ।

 

মিরপুর শেওড়াপাড়ায় অবরোধ কর্মসূচি পালন 

অবিলম্বে অবৈধ ও ফ্যাসিবাদি সরকারের পদত্যাগ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ সকল আলেম ওলামাদের ও অন্যান্য নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জনাব ডা. মো: ফখরুউদ্দিন মানিক এর নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩দিন ব্যাপী সড়ক, নৌ ও রেলপথ অবরোধের অংশ হিসেবে ২য় দিনে রাজধানীর কাফরুল অঞ্চলে  মিরপুর শেওড়াপাড়ায় আজ (১ নভেম্বর) সকালে সড়ক অবরোধ কর্মসুচি পালন করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সেক্রেটারি সালাউদ্দিন আহাম্মেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমীর; টুটুল, কাফরুল উত্তরের থানা আমীর রেজাউল করিম, ভাষানটেক থানা আমীর ডা. আহসান হাবিব, কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি আতিক হাসান, কাফরুল দক্ষিণের থানা সেক্রেটারি মুসআব মুহিমিন, গোলাম রব্বানী,নুরুল আমীন, আনিস, পরশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কারওয়ান বাজারে জামায়াতের অবরোধ-বিক্ষোভ 

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল-তেজগাঁ অঞ্চলের উদ্যোগে আজ (১ নভেম্বর) ভোর ৭টায় কারওয়ান বাজারে অবরোধের সমর্থনে মিছিল ও রাজপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, জিল্লুর রহমান, নোমান আহমেদি, আহসান উল্লাহ, শ্রমিক নেতা সুলতান মাহমুদ,  ছাত্রনেতা তানভির ও ফজলুর রহমান প্রমূখ।

 

মিরপুর ১১ নং-এ পল্লবী অঞ্চলের অবরোধ

টানা অবরোধের দ্বিতীয় দিনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিরপুর ১১ নং-এ অবরোধ কর্মসূচি পালন। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন।

উপস্থিত ছিলেন পল্লবী উত্তর থানা আমীর সাইফুল কাদের, রূপনগর থানা আমীর আবু হানিফ, জামায়াত নেতা হাসানুল বান্না চপল, রূপনগর থানা সেক্রেটারি মো: মোশাররফ হোসেন ও পল্লবী মধ্য থানা সেক্রেটারি জোবায়ের হোসাইন রাজন প্রমূখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *