Home বিশ্ব যুদ্ধবিরোধীরা ঢুকে পড়লেন মার্কিন কংগ্রেসে, তোপের মুখে ব্লিংকেন!
নভেম্বর ১, ২০২৩

যুদ্ধবিরোধীরা ঢুকে পড়লেন মার্কিন কংগ্রেসে, তোপের মুখে ব্লিংকেন!

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বক্তব্য প্রদানে বাধা দিয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধ-বিরোধী একদল বিক্ষোভকারী। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে শুনানির সময় মঙ্গলবার নজিরবিহীন এ ঘটনা ঘটে। সিনেটে শুনানির সময় অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক নারী ‘এখনই যুদ্ধবিরতি’ বলে চিৎকার শুরু করেন। -পার্সটুডে

সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হোয়াইট হাউসের ১০৬ বিলিয়ন ডলার জাতীয় নিরাপত্তা তহবিল অনুমোদনের বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন। এই অর্থের মধ্যে হামাসের বিরুদ্ধে ইসরাইলকে সহযোগিতা করার জন্য ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করার জন্য ইসরাইলের কাছে সমরাস্ত্র পাঠানোর তীব্র বিরোধিতা করেন। তাদের বাধার মুখে ছয় বার সাক্ষ্য থামিয়ে দিতে বাধ্য হন ব্লিঙ্কেন। এক পর্যায়ে ক্যাপিটল হিলের নিরাপত্তা রক্ষীরা বলপ্রয়োগ করে ওই কক্ষ থেকে বিক্ষোভকারীদের বের করে দেয়।

পুলিশ জানিয়েছে, সিনেট অফিস ভবনের ভেতরে ‘অবৈধভাবে’ বিক্ষোভ করার জন্য ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা শুনানিতে বাধা দিয়েছে তাদের মধ্যে কয়েকজন যুদ্ধবিরোধী গ্রুপ কোডপিঙ্ক-এর সঙ্গে যুক্ত। তারা ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

গোলাপি পোশাক পরা বিক্ষোভকারীদের অনেকেই ‘গাজা অবরোধে না’ স্লোগান লেখা ফেস্টুন প্রদর্শন করেন। যুদ্ধ বিরোধী সংগঠন কোডপিঙ্ক নিশ্চিত করেছে যে, তাদের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই রক্তের প্রতীক হিসেবে হাতের তালু লাল রং করে এসেছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *