Home সারাদেশ গাজীপুরে পুলিশ-শ্রমিক উত্তেজনা, ভাঙচুর
নভেম্বর ১, ২০২৩

গাজীপুরে পুলিশ-শ্রমিক উত্তেজনা, ভাঙচুর

গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনে পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে পোশাকশ্রমিকদের। এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে গেলে শ্রমিকরা কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়িতে হামলা করে। উত্তেজিত শ্রমিকেরা ফাঁড়ির ফটক, কার্যালয়ের কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করেছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে মৌচাক বাজার এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন তারা। শিল্প পুলিশ ও থানা-পুলিশ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে শত শত শ্রমিক ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া দেন। আত্মরক্ষার্থে পুলিশ মৌচাক বাজার এলাকায় অবস্থিত কালিয়াকৈর থানাধীন পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, কয়েক হাজার শ্রমিক মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, সাত দিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে রয়েছে পোশাকশ্রমিকরা। গতকাল আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন।

শ্রমিকদের অসন্তোষের কারণে আজ থেকে গাজীপুরের অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা বন্ধ থাকলেও আজ সকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *