অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে গণঅধিকার পরিষদের মিছিল
দেশব্যাপী তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। বুধবার (১ নভেম্বর) সকাল ৯টায় মগবাজার মোড় এলাকায় এ মিছিল হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, আজকে দ্বিতীয় দিনের মতো আমরা অবরোধ পালন করছি। সড়ক পথের পাশাপাশি আজকে মগবাজার রেলপথ অবরোধ করেছি। যতক্ষণ পর্যন্ত আন্দোলন সফল না হবে, আমাদের রাজপথের আন্দোলন চলবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, অনতিবিলম্বে পদত্যাগ করে, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিন। দেশবাসীকে বলব, আন্দোলন সফল করার জন্য আপনারা রাজপথে নেমে আসুন। আমাদের অনেক ভাই আহত হয়ে হাসপাতালে, অনেকে জেলে, তারপরও আমরা রাজপথে আছি, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।
গণঅধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, আজকে দ্বিতীয় দিনের মতো আমরা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করছি। এই অবরোধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে। সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, সমাবেশে হামলা করছে। সরকার এভাবে দেশকে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে। অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজিব শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, আব্দুজ জাহের, সহসভাপতি মাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, দক্ষিণের সভাপতি আসাদ বিন রনিসহ নেতাকর্মীরা।