চট্টগ্রামে পণ্যবাহী লরিতে আগুন, চালক হাসপাতালে
বিএনপি-জামায়াতের তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি মালবাহী লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার বিকালে সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় ঢাকাগামী লরিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় লরি চালক আহত হয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবারও নগরের বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ করে বিএনপির নেতাকর্মীরা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে শেখপাড়া এলাকার ঢাকাগামী লরিতে পেট্রোল বোমা হামলা করে আগুন ধরিয়ে দেন দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে আহত অবস্থায় লরি চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।