Home রাজনীতি রিজভীর নেতৃত্বে সড়কে বিক্ষোভ
Oktober ৩১, ২০২৩

রিজভীর নেতৃত্বে সড়কে বিক্ষোভ

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে শুরু হয়েছে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধ। এরই মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে থেকে সাইনবোর্ড পর্যন্ত এলাকায় বিক্ষোভ করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কিছু সময়ের জন্য সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।

এই অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক, সহ-অর্থনৈতিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাাদক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু প্রমুখ।

গত ২৯ অক্টোবর সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। হরতাল শেষে সেদিন সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সর্বাত্মক টানা অবরোধ পালনের কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির ঘোষণার পরদিন এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

এদিকে অবরোধ চলাকালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আছে পুলিশ। তাদের পাশাপাশি র‌্যাব ও বিজিবিও সতর্ক অবস্থানে আছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *