বিএনপির কেন্দ্রীয় নেতা জুয়েলের নেতৃত্বে বাড্ডায় মিছিল
অবরোধের সমর্থনে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে এ মিছিল হয়। এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
যুবদল ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ: দুপুরে মহাখালী বাস টার্মিনাল থেকে তেজগাঁও লিংক রোড সড়ক অবরোধ করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। এতে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েলের নেতৃত্বে রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।