Home রাজনীতি বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা, বাইরে সশস্ত্র পুলিশের অবস্থান
Oktober ৩১, ২০২৩

বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা, বাইরে সশস্ত্র পুলিশের অবস্থান

বিএনপি ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। আর ফটকের সামনের রাস্তায় দেখা গেছে পুলিশের সশস্ত্র অবস্থান। পাশাপাশি চলছে বিজিবির টহল।

এদিকে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের পর সেখানে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে যে বেষ্টনী তৈরি করা হয়েছিল, আজ মঙ্গলবার সকালে সেটি দেখা যায়নি। যদিও গতকাল বিকালেও ওই বেষ্টনী ছিল।

এ ছাড়া মঙ্গলবার সকালে নয়াপল্টনের আশপাশের এলাকায় বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *