Home সারাদেশ আত্মরক্ষা শেখাচ্ছে মার্শাল আর্ট ক্লাব
Oktober ৩১, ২০২৩

আত্মরক্ষা শেখাচ্ছে মার্শাল আর্ট ক্লাব

তৌকির আহমেদ, জবি প্রতিবেদক:
আজ ৩১ অক্টোবর (মঙ্গলবার) নতুন একাডেমিক ভবনের (বিবিএ ভবন) নীচতলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্শাল আর্ট ক্লাবের সপ্তাহ ব্যাপী ফ্রি সেশনের দ্বিতীয় দিনের ট্রেনিং অনুষ্টিত হয়। এদিন প্রায় 30 জন শিক্ষার্থী সেশনে অংশগ্রহণ করে মার্শাল আর্টের প্রশিক্ষণ গ্রহণ করেন।
মার্শাল আর্ট ক্লাবের প্রশিক্ষক এম কে মারুফ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্শাল আর্ট ক্লাবের সপ্তাহ ব্যাপী ফ্রি সেশনের প্রথম দিন সফল ভাবে সম্পন্ন হয়েছে। সেশনে অংশগ্রহণকারী সকলকে এই ফ্রি সেশনের সাথে যুক্ত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি, সুস্বাস্থ্য গঠনের পাশাপাশি  আত্নরক্ষার কৌশলে পারদর্শী করে তোলার জন্য নানা দিক নির্দেশনা দিয়ে আপনাদের পাশে থাকতে পারবো।”
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, “শিক্ষার্থীরা প্রাথমিকভাবে একটি আবেদন করেছিল মার্শাল আর্ট ক্লাবের জন্য৷ ক্লাবের পক্ষ থেকে সপ্তাহব্যাপী একটি ফ্রী সেশন অনুষ্ঠিত হবে৷ এরপর ভিসি স্যারের অনুমতি সাপেক্ষে মার্শাল আর্ট ক্লাবটির চূড়ান্ত যাত্রা শুরু হবে। “
সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থী নুসরাত অথৈ বলেন, “মার্শাল আর্ট শেখার আগ্রহ প্রথম থেকেই ছিল তবে কখনো শেখার সুযোগ হয়ে উঠেনি। এখন ক্লাবের সুবাদে শিখতে পারছি এতে ভালো লাগছে। আমাদের সবার আত্মরক্ষার্থে মার্শাল আর্ট শেখা উচিত।”
মার্শাল আর্ট সম্পর্কে জানতে আগ্রহী শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “মার্শাল আর্ট ক্লাবের যাত্রায় আমি বেশ খুশি হয়েছি। আমি ছোট থেকে মার্শাল আর্ট শিখতে আগ্রহী, সেই আগ্রহের জায়গা থেকে আজকে ফ্রি সেশন দেখতে এসেছি। ক্লাবের কার্যক্রম দেখে ভালো লাগছে।”
প্রসঙ্গত, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আত্মরক্ষা আর আত্মবিশ্বাস বাড়াতে অনেকেই শিখছেন মার্শাল আর্ট। মার্শাল আর্টের আছে বেশ কয়েকটি ধরন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কারাতে, কুংফু, জুডো ও জুজুৎসু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রম সমৃদ্ধকরণ এবং সাংস্কৃতিক-সামাজিক কার্যক্রম পরিচালনায় মোট ২০টি নিবন্ধনকৃত সংগঠন রয়েছে৷ তবে মার্শাল আর্ট ক্লাবটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলে এটিই হবে স্বাস্থ্য সচেতনতা ও আত্মরক্ষামূলক প্রথম কোন সংগঠন।
উল্লেখ্য যে, গত ২১ অক্টোবর (শনিবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মরক্ষা ও সুস্বাস্থ্য গঠনের জন্য এবং মার্শাল আর্ট প্রশিক্ষণার্থীদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি প্রদান করার লক্ষে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্শাল আর্ট’ ক্লাব গঠন করা হবে। ক্লাবের কার্যক্রম পরিচালনা করার জন্য ‘নতুন একাডেমিক ভবনের (বিবিএ ভবন) নিচতলার ফাঁকা জায়গা নির্ধারণ করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *