Home অপরাধ খাগড়াছড়ি জেলা পুলিশের তৎপরতায় ৪৮ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ধর্ষন মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতার।
Oktober ৩০, ২০২৩

খাগড়াছড়ি জেলা পুলিশের তৎপরতায় ৪৮ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ধর্ষন মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতার।

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
বাদী থুইহলাঅং মারমা (৪৪) তার এজাহারের মাধ্যমে বলেন যে তার মেয়ে (ভিকটিম) চট্রগ্রামে আবুল খায়ের কোম্পানিতে চাকুরী করে। গত ২৫/১০/২০২৩ খ্রিঃ তার মেয়ে (ভিকটিম) চট্রগ্রাম থেকে মানিকছড়িতে আসার উদ্দেশ্যে বাস যোগে রওনা করে এবং দুপুর অনুমান ০১.০০ ঘটিকার সময় মহামুনি বাসস্ট্যান্ডে নেমে মহামুনি থেকে মানিকছড়ি বাজারে গিয়ে বাড়ির জন্য বাজার করে ব্যাটারী চালিত ইজিবাইক যোগে গচ্ছাবিল বাজারে নামে। গচ্ছাবিল থেকে বাড়ির উদ্দেশ্যে পায়ে হেটে রওনা কালে পথিমধ্যে রাস্তার পাশে অজ্ঞাতনামা ০৩ (তিন) জন ব্যক্তি অনুমান ০২.১৫ ঘটিকার সময় ভিকটিমকে ধর্ষন করে।
অতঃপর এমন ঘৃণিত ও নেক্কারজনক ঘটনায়  মামলা রুজু হওয়ার পর তাৎক্ষনিক চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম মহোদয় এর সুদক্ষ দিক-নির্দেশনায়, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর সুদৃঢ় নেতৃত্বে মানিকছড়ি থানার একটি চৌকস আভিযানিক টিম ৪৮ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটনপূর্বক ঘটনার সহিত জড়িত ০৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ০৩ জন আসামীর মধ্যে ০১ জন উক্ত ধর্ষন ও অপর ০২ জন ধর্ষনে সহায়তার দায় প্রাথমিকভাবে স্বীকার করে এবং আসামীগণকে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে এবং আসামীগণ এই মর্মে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *