মানিকছড়ি থানার বিশেষ অভিযানে চোলাই মদ সহ ২ জন আসামী গ্রেফতার।
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর (পিপিএম বার) মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব এ, কে, এম কামরুজ্জামান মহোদয় ও মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব আনচারুল করিম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ আওলাদ হোসেন সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ ২৮/১০/২০২৩খ্রিঃ তারিখ রাত ০১.২৫ ঘটিকার সময় মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি সাকিনস্থ খাগড়াছড়ি স্বাগতম সাইনবোর্ডের অনুমান ৩০০ গজ উত্তরে খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে চেকপোস্ট ডিউটি পরিচালনা করিয়া ১৭( সতের ) লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার সহ আসামী অপু ত্রিপুরা (১৯), এবং গোপাল দাস(২৪), কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে মানিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে যথা সময়ে সোপর্দ করা হইয়াছে।