Home বিশ্ব তিন সন্তানসহ ট্রাম্পকে আদালতে তলব
Oktober ২৯, ২০২৩

তিন সন্তানসহ ট্রাম্পকে আদালতে তলব

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প ও তার তিন সন্তানকে তলব করেছে আদালত। ব্যাংক ঋণ জালিয়াতি ও আয়কর ফাঁকির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প এবং মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে সাক্ষ্য দিতে হাজিরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

স্থানীয় সময় শুক্রবার শুনানি শেষে নিউ ইয়র্কের আদালত এ রায় দেয়। এ সাক্ষ্য মামলার ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্পের আইনজীবী রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেও বিচারক তা খারিজ করে দেন। ২০২২ সালে ট্রাম্পের বিরুদ্ধে ব্যাবসায়িক জালিয়াতির মামলার সময় বাবার সঙ্গে প্রাথমিকভাবে ইভাঙ্কা ট্রাম্পের নাম থাকলেও পরে এক আপিলে ইভাঙ্কার নাম বাদ দেওয়া হয়। তারপরও ইভাঙ্কাকে কেন সাক্ষ্য দিতে হবে মর্মে চ্যালেঞ্জ করা হলে আদালত তাও খারিজ করে দেয়।

আগামী সপ্তাহ থেকেই ট্রাম্পের সন্তানদের এবং তার পরের সপ্তাহে ট্রাম্পের সাক্ষ্য শুরুর কথা জানানো হয়। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল অফিস ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে ১ নভেম্বর, এরিক ট্রাম্প ২ নভেম্বর এবং ইভাঙ্কা ট্রাম্প ৩ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। —বিবিসি ও সিএনএন

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *