Home জেলা রাজনীতি ঘৃণা জানিয়ে বিএনপির ১১ নেতার আওয়ামী লীগে যোগদান
Oktober ২৯, ২০২৩

ঘৃণা জানিয়ে বিএনপির ১১ নেতার আওয়ামী লীগে যোগদান

ঢাকায় প্রকাশ্যে পুলিশের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার ঘটনায় ঘৃণা জানিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন বিএনপির ১১ নেতাকর্মী।

রবিবার সকালে জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা সৈয়দ এনামুল হক, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, সহকারি অধ্যাপক সামসুল হক, উপজেলা মহিলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শাহানাজ খানম, সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, প্রভাষক কাজী আলী হায়দার, মিজানুর রহমান, উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জাকির, ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও একই কলেজের সহকারি অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব এবং বিএনপি নেতা মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বিএনপির ওই ১১ নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ শুরুর পূর্বে তারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিত আবেদন ও প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আওয়ামী লীগে যোগদান করেছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *