Home রাজনীতি ঢাকার তিন জায়গায় তিন বাসে আগুন
Oktober ২৯, ২০২৩

ঢাকার তিন জায়গায় তিন বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুর, তাঁতিবাজার ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।

আজ রোববার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এসব বাসে আগুন দেওয়া হয়। এতে কোনো হতাহতের খবর জানা যায়নি।

আগুনে পুড়ে গেছে বাসটি। মোহাম্মদপুরের টাউন হল বাজারে আজ রোববার সকাল ১০টা ২২ মিনিটে বাসটিতে আগুন দেওয়া হয়েছে
আগুনে পুড়ে গেছে বাসটি। মোহাম্মদপুরের টাউন হল বাজারে আজ রোববার সকাল ১০টা ২২ মিনিটে বাসটিতে আগুন দেওয়া হয়েছে :

মোহাম্মদপুরে টাউন হল বাজারের কাছে  ‘পরিস্থান পরিবহন’ নামের একটি বাসে দুর্বৃত্তরা আজ সকাল ১০টা ২২ মিনিটের দিকে আগুন লাগিয়ে দেয়। পরে  ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে।

ডেমরায় বাসে আগুন, ভেতরে ঘুমন্ত চালকের সহকারীর মৃত্যু, আরেকজন দগ্ধ

রাজধানীর বায়তুল মোকাররমে শিকড় পরিবহনের একটি বাসে আজ রোববার সকাল নয়টার পরে আগুন দেওয়া হয়
রাজধানীর বায়তুল মোকাররমে শিকড় পরিবহনের একটি বাসে আজ রোববার সকাল নয়টার পরে আগুন দেওয়া হয় :
এদিকে তাঁতিবাজার মোড়ে সকাল ১০টা ২৮ মিনিটের দিকে  বিহঙ্গ পরিবহনের একটি বাসে  আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস আগুন নেভায়।

এর আগে সকাল ৯টার পরে  বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বাসটি শিকড় পরিবহনের। ফায়ার সার্ভিস সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসের ভেতরে কেউ ছিলেন না।

বায়তুল মোকাররমে শিকড় পরিবহনের বাসে আগুন

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর ডেমরার দেইলা এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন লাগিয়েছে। এতে ওই বাসের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। চালকের আরেকজন সহকারী দগ্ধ হয়েছেন।  তাঁরা দুজনেই বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *