ঘৃণা জানিয়ে বিএনপির ১১ নেতার আওয়ামী লীগে যোগদান
ঢাকায় প্রকাশ্যে পুলিশের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার ঘটনায় ঘৃণা জানিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন বিএনপির ১১ নেতাকর্মী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বিএনপির ওই ১১ নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ শুরুর পূর্বে তারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিত আবেদন ও প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আওয়ামী লীগে যোগদান করেছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা।