Home রাজনীতি রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ
Oktober ২৮, ২০২৩

রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে রোববার (২৯ অক্টোবর) সারা দেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আগামীকাল (রোববার) মহানগর, জেলা, থানা ও উপজেলা-সারা দেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সঙ্গে সারা দেশে সতর্ক অবস্থান থাকবে নেতাকর্মীরা।

কর্মসূচি ঘোষণাকালে ওবায়দুল কাদের বলেন, ‘হরতাল এখন ভোঁতা অস্ত্র৷ এ অস্ত্রে কোনো কাজ হবে না।  আমরা শান্তি চাই।

তিনি বলেন, খেলা হবে…। খেলা হবে..। প্রস্তুত? ফখরুল-বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে। সেমিফাইনালে আমরা গেছি। তারপর ফাইনাল নির্বাচনে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে৷ তাদের ছাড় দেওয়া হবে না।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *