Home দেশ-বিদেশের যু্দ্ধ গাজায় যুদ্ধবিরতির দাবিতে নিউইয়র্কে ইহুদিদের বিক্ষোভ, শতাধিক গ্রেফতার
Oktober ২৮, ২০২৩

গাজায় যুদ্ধবিরতির দাবিতে নিউইয়র্কে ইহুদিদের বিক্ষোভ, শতাধিক গ্রেফতার

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দাবিতে শহরের অন্যতম প্রধান পরিবহন কেন্দ্র নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের প্রধান চত্বরে শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা যুদ্ধ বিরতির দাবিতে কালো টি শার্ট পরেছেন। এতে লেখা রয়েছে, এখনই যুদ্ধবিরতি এবং আমাদের নামে নয়। ফিলিস্তিনিদের স্বাধীনতা এবং গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে তারা ব্যানার উড়িয়েছেন।

‘আর কোন অস্ত্র নয়। আর যুদ্ধ নয়’। যুদ্ধবিরতির জন্য আমরা লড়াই করছি বলে তারা স্লোগান দিয়েছে।

এছাড়া ব্যানার টাঙানো ছিল কনকোর্সের ঝাড়ু দেওয়া সিঁড়ি থেকে প্রস্থান বোর্ড জুড়ে। একজন স্লগান দিয়েছেন, মৃতদের জন্য শোক কর এবং জীবিতদের জন্য নরকের মতো লড়াই কর।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায় তারা সমাবেশে কমপক্ষে ২০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।  যার ফলে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

যুদ্ধবিরোধী গ্রুপ ইহুদি ভয়েস ফর পিস (জেভিপি), যারা বিক্ষোভের আয়োজন করেছে তারা গ্রেফতারকৃতদের সংখ্যা ৩০০ এরও বেশি বলেছে।

এছাড়া কয়েক ডজন বিক্ষোভকারীকে হাত পিঠের পিছনে বাঁধা অবস্থায় বিভিন্ন ফটো এবং ভিডিওতে দেখা গিয়েছে।

জেভিপি হাজার হাজার লোকের অংশগ্রহণে এটাকে একটি জরুরী অবস্থান হিসেবে বর্ণনা করেছে।

গ্রুপটি ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছে, শত শতাধিক ইহুদি এবং মিত্ররা গ্রেফতার হচ্ছে যা সম্ভবত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় গণ নাগরিক অবাধ্যতা ।

রাব্বিরা শবেত মোমবাতি জ্বালিয়ে এবং কাদ্দিশ নামে পরিচিত মৃতদের জন্য ইহুদি প্রার্থনা পাঠ করে তারা অনুষ্ঠানের সূচনা করেন।

এদিকে আয়োজকদের দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, যদিও শবেত সাধারণত বিশ্রামের দিন, আমাদের নামে গণহত্যা প্রকাশের সময় আমরা বিশ্রাম নিতে পারি না, রাব্বি মে ইয়ে। ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের জীবন একে অপরের সাথে জড়িত। নিরাপত্তা শুধুমাত্র ন্যায়বিচার, সমতা এবং সবার জন্য স্বাধীনতা থেকে আসতে পারে।

নিউইয়র্কে এই সমাবেশটিতে ইসরায়েল বলেছে তার সামরিক বাহিনী গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলে তাদের বিমান ও স্থল হামলা জোরদার করছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *