এয়ারগান শ্যূটিং- এ যাকওয়ানের বাজিমাত
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি:
শেখ রাসেল জাতীয় এয়ারগান শ্যূটিং প্রতিযোগিতা-২০২৩ এ অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যাকওয়ান আলী। গত ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে অংশগ্রহণ করে পদক জিতেন যাকওয়ান৷
বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷
প্রতিযোগিতায় পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে অংশগ্রহণ করে ৫২৮.৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানের অধিকারী হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম আবর্তনের এই শিক্ষার্থী।
অনুভূতি ব্যক্ত করে যাকওয়ান বলেন,এই অর্জন আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল৷ আমি খুবই আনন্দিত। নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করে যাচ্ছি। আমার ইচ্ছা দেশ সেরা শুট্যার হওয়া এবং ভবিষ্যতে অলিম্পিকে পদক জেতা।
বর্তমানে যাকওয়ান ন্যাশনাল ক্যাম্পে রয়েছে। তার এই পদক জয়ে আনন্দিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগর বলেন, এটা নিশ্চিত আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা যাকওয়ানকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করবো৷ আমাদের শিক্ষার্থীরা আরও অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর ‘শেখ রাসেল জাতীয় এয়ারগান শ্যূটিং প্রতিযোগিতা-২০২৩’ এর উদ্বোধন করা হয়। প্রতিযোগিতা চলে তিন দিনব্যাপী। এবারের প্রতিযোগিতায় দেশের ২৮টি রাইফেল ও শ্যূটিং ক্লাবের ১৬৩ জন (ছেলে ৯৮ জন ও মেয়ে ৬৫ জন) প্রতিযোগী এবং ২৮ জন ক্লাব কর্মকর্তা অংশগ্রহণ করেন। গত ২০ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।