রাজধানীর সব থানা-ওয়ার্ডে মিছিল নিয়ে পাহারায় আ.লীগ
আজ ও আগামীকাল দুদিন রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ডে মিছিল নিয়ে সতর্ক পাহারায় থাকছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা-ওয়ার্ডে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। একই নির্দেশনা রয়েছে সহযোগী সংগঠনগুলোতেও।
জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান যুগান্তরকে বলেন, আমরা এখন থেকেই সতর্ক অবস্থানে আছি। এ দুদিন আমাদের এলাকায় এলাকায় মিছিল-সমাবেশ হবে। প্রতিটি থানা-ওয়ার্ডে নেতাকর্মীদের ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
একই বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি যুগান্তরকে বলেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আমরা বাধা দেব না। কিন্তু কর্মসূচির নামে অরাজকতা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র হলে আমরা বসে থাকব না, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। প্রতিটি থানা-ওয়ার্ডে আমাদের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, আমরা সহিংস হব না, আক্রমণাত্মক হব না। তবে আক্রান্ত হলে তা মোকাবিলা করব।
তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের আশঙ্কা, কর্মসূচি ঘিরে বিএনপি রাজধানীজুড়ে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করতে পারে। ফলে তা মোকাবিলায় ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীদের সতর্ক হয়ে আগে থেকেই মাঠে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে আজ ও আগামীকাল দুদিন নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একইসঙ্গে ২৮ অক্টোবরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট কর্তৃক আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। এতে ১০ লাখের বেশি নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে কাজ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।