Home রাজনীতি বিএনপি নেতাকর্মীদের বাসায় রাতভর অভিযান, গ্রেফতার ৩৩
Oktober ২৬, ২০২৩

বিএনপি নেতাকর্মীদের বাসায় রাতভর অভিযান, গ্রেফতার ৩৩

আসছে ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির আগে দলটির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর অংশ হিসেবে বুধবার দিবাগত রাতভর দলটির নেতাকর্মীদের বাসায় অভিযান চালানো হয়েছে। অভিযানে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কমপক্ষে ৩৩ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।

অপরদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর বাসায়ও পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার অন্য নেতারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ নিউ মার্কেট থানার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, কামরাঙ্গীরচর থানাধীন ৫৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দুলাল, শাহবাগ থানাধীন ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন, মো. আফসু মিয়া, ওয়ারী থানাধীন ৩৯ নং ওয়ার্ড বিএনপি সদস্য তানভীর আহম্মেদ ওয়াসিম, শাহবাগ থানার ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. নজরুল ইসলাম ঢালী, কলাবাগান থানাধীন ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সিরাজ, লিটন, মাঈনুদ্দিন লালু, রহমত উল্লাহ, লাভলু, সাইদুল, বিপুল, মুগদা থানাধীন ৭ নং ওয়ার্ডের বালুর মাঠ ইউনিট বিএনপির সভাপতি মো. সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা তারেক, নিউমার্কেট ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসাদ মাহমুদ পলাশ, গেন্ডারিয়া থানাধীন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম কাশু, সদস্য মো. কালাম ও মো. গোলাপ, যাত্রাবাড়ী থানাধীন ৬৪ নং ওয়ার্ড (পূর্ব) এর সহ-সাধারণ সম্পাদক মো. ববি, শাহবাগ থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মো. হারুন, নজরুল ইসলাম ঢালী এবং ধানমন্ডি থানা বিএনপি নেতা সুমন, বংশাল থানার  ৩৫ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. হারুন, ৩৫ নং ওয়ার্ড বিএনপি সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আলম, ৩৫ নং ওয়ার্ড বিএনপি মুগলটোলি ইউনিটের যুগ্ম সাধারণ  সম্পাদক মো. জসিম, চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির  সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির  সদস্য সচিব হাজী মো: মনিউর রহমান  মনির, নিউ মার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. হাশেম।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *