Home বিনোদন ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না
Oktober ২৬, ২০২৩

ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না

উপস্থাপনা দিয়ে পরিচিতি পেলেও মাঝেমধ্যে নাটকে অভিনয় করেন শ্রাবণ্য তৌহিদা। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশনে খেলার অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে এবারও ব্যস্ত সময় পার করছেন তিনি।

ক্রিকেটারদের স্ত্রীরা তাকে নিরাপদ মনে করে না জানিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকালে তৌহিদা বলেন, ‘ক্রিকেটারেরা আমাকে নিরাপদ মনে করে, কিন্তু ওদের স্ত্রীরা তো আমাকে নিরাপদ মনে করে না। এটাও তো মানতেই হবে, আমি নিঃসন্দেহে অনেক সুন্দরী। আমার কিন্তু সাকিব আল হাসানের স্ত্রীর সঙ্গেও ভালো খাতির। সাকিবের মেয়ের জন্মদিনে তার স্ত্রী আমাকে আমন্ত্রণ করেছে। সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহ রিয়াদকে আমি খুব পছন্দ করি। মুশফিক ও আমার ছেলের স্কুলও একই। ঢাকায় থাকলে আমাদের সঙ্গে স্কুলে প্রায়ই দেখা হয়।’

অন্যবারের চেয়ে এবার খেলার অনুষ্ঠানের বৈচিত্র্যর বিষয়ে তিনি বলেন, ‘বৈচিত্র্য তো বাংলাদেশ দলই দেখাতে পারছে না। আমরা কী দেখাব। অনেকে বলে, তোমার শো হিট, কিন্তু বাংলাদেশ দল কেন হিট করতে পারছে না? আমি বলেছি, এক্স ফ্যাক্টর মিসিং। বাংলাদেশ দল যদি ভালো করত তাহলে অনুষ্ঠানগুলো আরও বৈচিত্র্যময় হতে পারত। আমার তো আরেকটা কুইজ শো করার কথা ছিল; কিন্তু বাংলাদেশ দলের ফালতু পারফরম্যান্সের কারণে ওটা পরের দিকে করছি।’

ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনিওর বাংলাদেশে আসার অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ফেসবুকে তিক্ত অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন,‘তিক্ত অভিজ্ঞতা অবশ্য আমি বলব না। এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। এ ইভেন্টের কথা আমার নাতি-পুতিদেরও বলতে পারব। আমি রোনালদিনিওর ইন্টারভিউ করেছি। তাকে উই লাভ ইউ বলেছি এবং তিনিও পর্তুগিজ ভাষায় বলেছেন, তোমাদের ভালোবাসি। তবে তিনি যে ইংরেজিতে কথা বলতে পারেন না, তা আমরা আগে থেকে জানি। আমাকে বলা হয়েছিল দোভাষী আছে। তাই রাতদিন পরিশ্রম করে মজার প্রশ্ন তৈরি করেছি। পরে দেখি দোভাষী নেই, আয়োজকেরা যা তা। তারপরও তাৎক্ষণিকভাবে পর্তুগিজ ভাষায় যা পেরেছি বলার চেষ্টা করেছি। মজার সব প্রশ্ন করেছি। কিন্তু এজেন্ট আমাকে প্রশ্ন করতে দেয়নি। অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে যা ঘটেছে, তা মোটেও কাঙ্ক্ষিত নয়।’

সিনেমার শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের জন্য প্রযোজক টপি খান আমাকে প্রস্তাব দিয়েছিলেন। জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ ভাইও প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন করা হয়নি। কারণ, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এতটা সুন্দর ছিল না। তা ছাড়া ছবির গল্পের সঙ্গেও আমি যাই বলেও মনে হয়নি। ‘প্রিয়তমা’র মতো মুভি বললে অবশ্যই লুফে নেব। ‘হাওয়া’ ও ‘আয়নাবাজি’র মতো মুভির কথা বললেও করব। ‘আয়নাবাজি’ ছবিতে নাবিলা অভিনয় করেছে না, সে তো আমার মতো উপস্থাপিকা ছিল।

প্রথম সিনেমায় কাকে নায়ক হিসেবে চান সেই প্রসঙ্গে তিনি বলেন, শাকিব খানের সঙ্গে সবাই সিনেমা করতে চায়, আমিও করতে চাই। যদি স্ক্রিপ্ট পছন্দ হয় এবং দ্রুত লাইমলাইটে আসা যায়। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার তো শাকিব খানই আছে। এর বাইরে আরিফিন শুভ আর সিয়ামের সঙ্গেও অভিনয় করতে চাই।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *