Home বিনোদন নিজের নাম ছেঁটে দিয়েছেন মিথিলা
Oktober ২৫, ২০২৩

নিজের নাম ছেঁটে দিয়েছেন মিথিলা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা নিজের নাম ছেঁটে দিয়েছেন। তিনি নিজেই তার নাম থেকে ‘খান’  বাদ দিয়েছেন ।  সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কারণটাই জানিয়েছেন মিথিলা।

সংবাদ মাধ্যম অনুযায়ী, অভিনেত্রী বলেন, আমার নামে ‘খান’ আছে। কিন্তু আমি সেটা ব্যবহার করি না। আমার বাবা এবং দাদার নামে খান আছে। এত বড় নাম রাখলে খুব লম্বা হয়ে যেত। তাই এসএসসি রেজিস্ট্রেশনের সময় খান শব্দটা বাদ দিয়েছি।

নিজের নাম থেকে খান বাদ দিয়ে নাম তো ছোট করলেন, কিন্তু অভিনেত্রীর এই নামটা কে রেখেছিলেন? এর জবাবে মিথিলা বলেন, রাফিয়াত রশীদ নামটা আমার দাদু রেখেছিলেন এবং মিথিলা নামটা আমার আম্মু রেখেছিলেন।

এ দিকে অনেকের ধারণা, দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে প্রথমে বিয়ে করেছিলেন মিথিলা। তবে সেই বিয়ে টেকেনি। তাই তাদের বিচ্ছেদের পরেই নাম থেকে খান বাদ দিয়েছেন এই অভিনেত্রী।

বিষয়টি মোটেও তেমন নয় বলে জানিয়েছেন মিথিলা। এ বিষয়ে অভিনেত্রী বলেন, তাহসানকে বিয়ের আগেই আমার নাম থেকে ‘খান’ বাদ পড়েছে।

জানা গেছে, বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক মিথিলার। ছোটবেলায় বাবা নাকি তার চুল বেঁধে দিতেন। এখন আমার মেয়ে আইরার চুলও বেঁধে দেন।

মিথিলা বলেন, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে আব্বু-আম্মু দুজনেই প্রতিদিন বাড়ির কাজ করেন। আমার মা স্কুলে পড়ান। তাই তিনি বের হয়ে যাওয়ার পর পরিবারের সব প্রয়োজন বাবাই দেখেন। আইরার টিফিন গুছিয়ে দেওয়া, জামাকাপড় ইস্ত্রি করে দেওয়া সবটাই নিজ হাতে করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *