Home রাজনীতি আনন্দ নষ্ট করতে চায় তারা: শামীম ওসমান
Oktober ২৫, ২০২৩

আনন্দ নষ্ট করতে চায় তারা: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান বলেছেন, ‘আজকে এখানে আমি রিকশায় চড়ে এসেছি, পথে হাজার হাজার নারী রাস্তার দুই ধারে বসে আছেন। তারা আমাকে দেখে হাত নাড়ল। সবাই অনেক আনন্দে আছে। এই আনন্দ নষ্ট করতে একটা মাঠে মহল নেমেছে। তারা মানুষের আনন্দ নষ্ট করতে চায়। তারা মানচিত্রে থাবা দেবে।’

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে শহরের বিআইডব্লিউটিএ’র ঘাটে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

শামীম বলেন, ‘একটা শ্রেণি মাঠে নেমে গেছে। আমি আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাইছি শেখ হাসিনার জন্য। দেশ স্বাধীনের সময় যুদ্ধের সময় কে হিন্দু কে মুসলিম তা দেখেনি বাঙালি। সাম্প্রদায়িকতা দিয়ে বাংলাদেশকে কেউ বিভক্ত করতে পারবে না।’

নারায়ণগঞ্জে মাথাচাড়া দিচ্ছে হোন্ডা বাহিনী

তিনি আরও বলেন, ‘যে কয়দিন জীবিত আছি, অন্তত নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক কোনো ঘটনা কেউ ঘটাতে পারবেন না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *