Home সারাদেশ শান্তি পরিবহন-চাঁদের গাড়ির সংঘর্ষে নিহত এক
Oktober ২৫, ২০২৩

শান্তি পরিবহন-চাঁদের গাড়ির সংঘর্ষে নিহত এক

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী শান্তি পরিবহন বাস ও কলা বোঝাই চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো: ইব্রাহীম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহীম খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার পিতা মৃত আমির হামজার ছেলে বলে জানা যায়।

এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৭ জন যাত্রী। মঙ্গলবার (২৪ অক্টোবর ২০২৩) ভোরে মাটিরাঙা উপজেলার ব্যাঙমারায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচ শান্তি পরিবহন (ঢাকা মেট্টো-ব ১১-৩৫৯৪) ও খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা কলা বোঝাই চাঁদের গাড়ি (ঢাকা-গ-৮৯৩৩) মাটিরাঙার ব্যাঙমারা এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাদের গাড়ির চালকসহ প্রায় ৭ যাত্রী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় পাওয়া না গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: ইব্রাহীম (৪৫) এর মৃত্যু হয়।

এ ঘটনায় ধুমড়ে মুছড়ে যায় চাঁদের গাড়ি ও শান্তি পরিবহনের এক পাশের অংশ। দূর্ঘটনার পর পলাতক রয়েছে শান্তি পরিহনের চালক। এ সময় খাগড়াছড়ি-চট্টগ্রম আঞ্চলিক মহাসড়ক ব্যাঙমারা এলাকায় সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের ফলে বর্তমানে যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া বলেন, শুনেছি চাঁদের গাড়ি চালকসহ কয়েকজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহতের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *