রামগড় থানায় ৪০ বোতল ভারতীয় মদ সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
জনাব মুক্তা ধর, পিপিএম (বার), পুলিশ সুপার, খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোঃ নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, রামগড় সার্কেল মহোদয় এবং জনাব মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, রামগড় থানা মহোদয়ের সার্বিক তত্বাবধানে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে রামগড় থানায় কর্মরত এসআই/মহসিন মস্তোফা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৩-১০-২০২৩ খ্রিঃ তারিখ
রাত ২২.৪০ ঘটিকায় রামগড় থানাধীন রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের দারোগা পাড়া সাকিনস্থ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয় এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আসামী একরাম হোসেন (২৩), পিতা-আবুল হোসেন, মাতা-খায়েরের নেছা ,স্থায়ী ঠিকানা: গুনক (বশর মেম্বার বাড়ী, গুণক (কুঠিরহাট), থানা- সোনাগাজী, জেলা -ফেনী, বর্তমান ঠিকানা- গ্রাম- বল্টুরাম টিলা (রামগড় পৌরসভা) , ১নং ওয়ার্ড , থানা- রামগড়, জেলা -খাগড়াছড়িকে তাহার হেফাজতে থাকা ৪০ বোতল ভারতীয় মদ সহ হাতেনাতে আটক করেন। বর্ণিত ঘটনায় এসআই/মহসিন মস্তোফা বাদী হইয়া এজাহার দায়ের করিলে রামগড় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। আসামীকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।