Home স্বাস্থ্য সংবাদ আরও ১১ জনের মৃত্যু, ডেঙ্গুতে অক্টোবরে মৃত্যু ৩০০ ছাড়াল
Oktober ২৫, ২০২৩

আরও ১১ জনের মৃত্যু, ডেঙ্গুতে অক্টোবরে মৃত্যু ৩০০ ছাড়াল

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এ নিয়ে চলতি অক্টোবরের ২৫ দিনে ৩০৬ জনের মৃত্যু হয়েছে।

এ সংখ্যা নিয়ে এ বছর এইডিস মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জন। এদের মধ্যে ঢাকায় ৭৮৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে ৫৯৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত এক দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯১৭ জন রোগী। এরমধ্যে ঢাকায় ৪৩৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১৪৮২ জন।

চলতি বছরে ভর্তি রোগীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৮২৯ জন। এরমধ্যে ৯৬ হাজার ৮৪৬ জন রোগী ভর্তি হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৯৮৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৯৯ জন। এরমধ্যে ঢাকায় ২১৬২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৪৩৭ জন।

মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর ২৫ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৪২৩ জন রোগী।

মাসওয়ারি মৃত্যুর হিসাবে দেখা যায়, জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। গত ২৪ ঘণ্টার হিসাব নিয়ে চলতি মাসে মৃত্যু হয়েছে ৩০৬ জনের।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *