Home বিনোদন আতিফ আসলামের কনসার্টে টাকা নিক্ষেপ, ভক্তের সাথে আচরণে মুগ্ধ বিশ্ব (ভিডিও)
Oktober ২৫, ২০২৩

আতিফ আসলামের কনসার্টে টাকা নিক্ষেপ, ভক্তের সাথে আচরণে মুগ্ধ বিশ্ব (ভিডিও)

বিশ্বখ্যাত পাকিস্তানি গায়ক আতিফ আসলাম সম্প্রতি একটি লাইভ কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছেন। কিন্তু ঘটনাটি তিনি যেভাবে সামলে নিয়েছেন, তাতে মুগ্ধ হয়েছেন বিশ্বব্যাপী তার অসংখ্য ভক্ত ও শ্রোতা।

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আতিফ আসলাম বিভিন্ন কনসার্টে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানকার একটি কনসার্টেই ঘটনাটি ঘটে।

এরই মধ্যে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে- কনসার্ট চলাকালীন এক ভক্ত আতিফ আসলামের ওপর টাকা ছুড়ে মারছেন। তৎক্ষণাত আতিফ আসলাম কনসার্ট বন্ধ করে দেন এবং ওই ভক্তের উদ্দেশে বলেন, ‘আমার বন্ধু! তুমি এ টাকাগুলো ফেরত নাও এবং তা কোথাও দান করো।’

এ সময় ওই ভক্তকে স্টেজে ডেকে আতিফ আসলাম আরো বলেন, ‘আমি জানি তুমি খুব সম্ভ্রান্ত ও অভিজাত। তাই তুমি এটি দান করে দাও। তুমি যেটা করেছো, তাতে টাকার প্রতি সম্মান প্রদর্শন হয়নি।’

সূত্র : জিও নিউজ

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *