শাকিবের না, ‘কবি’ সিনেমায় ইধিকার নায়ক হলেন রাজ
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তাকে নিয়ে ‘সত্তা’ সিনেমা বানিয়েছিলেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। সিনেমাটি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। শাকিবকে নিয়ে আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেল নির্মাতা কল্লোল। সিনেমার নাম ‘কবি’। কিন্তু ঘোষণার বেশ কয়েক বছর হয়ে গেলেও ‘কবি’ শুটিং ফ্লোরে গড়ায়নি। শাকিব খানও সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। তাই অন্যপথথে হাঁটতে হয়েছে পরিচালককে। শাকিব খানের জায়গায় অভিনেতা শরিফুল রাজকে ‘কবি’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে।
রাজ নিজেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। অন্যদিকে নিশ্চিত হওয়া গিয়েছে পরিচালকের ঘনিষ্টজন থেকেও। সূত্রের খবর, রাজ শুধু শাকিব খানের পরিবর্তে অভিনয় করছেন না, শাকিব খানের সুপার ডুপার হিট সিনেমা ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা পালের নায়ক হিসেবেও থাকছেন। মানে সিনেমাটিতে রাজের নায়িকা হচ্ছেন ইধিকা পাল। প্রাথমিকভাবে কথা পাকাপাকি। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে সিনেমাটির পরিচালক কল্লোল কলকাতায় গিয়ে অফিশিয়ালি চুক্তি করবেন ইধিকা পালের সঙ্গে।