Home সারাদেশ আরটিভির সাংবাদিক বেলালের উপর নৃশংস হামলার মূল আসামী সন্ত্রাসী ইমরান কারাগারে
Oktober ২৩, ২০২৩

আরটিভির সাংবাদিক বেলালের উপর নৃশংস হামলার মূল আসামী সন্ত্রাসী ইমরান কারাগারে

 

আরটিভির কুষ্টিয়াস্থ স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের উপর নৃশংস হামলা মামলার প্রধান আসামী সন্ত্রাসী ইমরানের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চায় আসামী। বিজ্ঞ বিচারক মাহমুদা সুলতানা জামিন নামঞ্জুর করেন। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসামি সন্ত্রাসী, মাদক কারবারি ইমরানকে জেলা কারাগারে পাঠানো হয়।

আসামী পক্ষে জামিন শুনানিতে অংশ নেন কুষ্টিয়া বারের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলাল। বাদী পক্ষে জামিন শুনানিতে অংশ নেন এডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম ও মানবাধিকার আইনজীবী কামরুন্নাহার।
গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় পেশাগত কাজে বের হলে বাসার সামনে নিশান মোড়ে সাংবাদিক শেখ হাসান বেলালের উপর হামলা করে সন্ত্রাসীরা। ৭-৮ জন হামলাকারী ঘিরে ধরে ধারালো অস্ত্র, লাঠি দিয়ে বেলালের মাথার উপরভাগে আঘাত করে। মুল আসামি ইমরানের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন সাংবাদিক বেলাল।
রক্তক্ষরণ অবস্থায় বেলালকে ২০ মিনিট আটকে রাখে হামলাকারীরা।  পরে একজন দোকানদার ও কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে বেলালকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বেলালের মাথায় ৪ টা সেলাই করা হয়। ওই দিন রাতেই কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন সাংবাদিক বেলাল। এ মামলার অপর দুই আসামী গ্রেফতার হয়ে জামিন নিয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *