Home বিনোদন রোমান্টিক সিনেমায় আর অভিনয় করবেন না বলিউড বাদশা!
Oktober ২৩, ২০২৩

রোমান্টিক সিনেমায় আর অভিনয় করবেন না বলিউড বাদশা!

বলিউড কিং শাহরুখ খান, যাকে বলা হয় কিং অফ রোম্যান্স। আর সেই শাহরুখই কি-না আর রোমান্টিক সিনেমায় কাজ করবে না! হঠাৎই এমন এক ইঙ্গিত দিলেন বলিউড বাদশা।

সম্প্রতি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে শাহরুখকে করণ জোহর বলেন, ‘শাহরুখ চিরকালের ‘জওয়ান’, প্রেমের গল্পে চিরকাল অভিনয় করতে পারবেন তিনি।

এ কথার উত্তরে বাদশা বলেন, ‘আমি জানি না আর রোমান্টিক সিনেমায় অভিনয় করবো কি-না। এখন কমবয়সীদের এসব করতে দিন।’

চলতি বছর শাহরুখ খোনের মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা ‘জওয়ান’ ও ‘পাঠান’-এও রোমান্টিক গল্পের অবতার কমই ছিল। উল্টো রোম্যান্স কিং নিজের খোলস থেকে বের হয়ে অ্যাকশন হো হিসেবে পর্দায় হাজির হয়েছেন। এর পরও সিনেমাটি দুটোই বক্স অফিসে একর পর এক রেকর্ড ভেঙেছে।

দীর্ঘ ৫ বছরের বিরতির পর ‘পাঠান’ দিয়ে পর্দায় ফেরেন শাহরুখ খান। ধরা দেন অ্যাকশন হিরো রূপে। রোমান্স কিং-কে হঠাৎই রূপে পেয়েও সাদরে গ্রহণ করেন ভক্তরা। শাহরুখের এমন অবতারকে দারুণভাবে গ্রহণ করেছেন তারই প্রমাণ ‘পাঠান’ ও ‘জওয়ান’।

এদিকে রাজকুমার হিরানি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এ সিনেমায় শাহরুখকে ঠিক কি অবতারে দেখা যাবে সে প্রশ্নের উত্তর মিলবে আগামী ২২ ডিসেম্বর, ‘ডাঙ্কি’ সিনেমাটি মুক্তির পর।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *