Home অপরাধ বোনকে তুলে নিয়ে হত্যা, ভাইকে রক্তাক্ত জখম
Oktober ২২, ২০২৩

বোনকে তুলে নিয়ে হত্যা, ভাইকে রক্তাক্ত জখম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মনজুরা খাতুন (৩২) নামে এক নারীকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ভাই আলমগীর হোসেনকে (৩০) রক্তাক্ত জখম করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার দর্শনার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হতাহতরা ওই এলাকার আরমান হোসেন ওরফে বড় মিয়ার সন্তান।

মনজুরার লাশ বাড়ির পাশের বেগুন খেত থেকে উদ্ধার করেছে পুলিশ। আলমগীর আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে বেশ কয়েকজন দুর্বৃত্ত আলমগীরের বাড়িতে আসে। এ সময় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী মাঠে তার হাত পা বেঁধে রাখে। তার বোন মনজুরা প্রতিবাদ করলে তাকেও তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সকালে বেগুন খেতে মঞ্জুরার বিবস্ত্র লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা-দর্শনা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনজুরা খাতুনকে রাতে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তার ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত চলছে। দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *