Home ধর্মীয় সংবাদ রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা
Oktober ২২, ২০২৩

রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

তাজু কান্তি দে,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রধান পূজামন্ডপ রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দির পরিদর্শন করেছেন খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদের চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী অপু।

এসময় তারা মন্দিরে আগত ভক্তদের সাথে কথা বলেন এবং পূজা উদযাপন কমিটির কাছে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করেন।

শনিবার (২১ অক্টোবর)  মহা সপ্তমী পুজার দিন তারা পূজামন্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা  কমিটির সাথে মতবিনিময় করেন। এছাড়া পূজামন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকল্পে পুজায় দায়িত্বরত  আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের  বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি বিশ্ব প্রদীপ কারবারী, রামগড় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিমুদ্দিন, এসিল্যান্ড মানস চন্দ্র দাস, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান, রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি শ্যামল রুদ্র, সাধারণ সম্পাদক শুভাশিস দাস, সাবেক সাধারণ সম্পাদক প্রমোদ বিহারী নাথ, পূজা উদযাপন কমিটির সদস্য পলাশ নাথ,লিটন দাশ, পরিচালনা পরিষদের সদস্য ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু তাজু কান্তি দে প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *