Home বিশ্ব আমরা আমাদের ভূমি ছাড়ব না: ফিলিস্তিনি প্রেসিডেন্ট
Oktober ২১, ২০২৩

আমরা আমাদের ভূমি ছাড়ব না: ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন যে ‘আমরা আমাদের ভূমি ছাড়ব না’।

শনিবার (২১ অক্টোবর) মিসরের রাজধানী কায়রোতে শান্তি সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া যাবে না।

তিনি বলেন, আমরা কখনই ফিলিস্তিনি জনগণের স্থানান্তর মেনে নেব না। আমরা আমাদের ভূমিতেই থাকব, এতে যত চ্যালেঞ্জেরই মুখোমুখি হই না কেন।

তিনি আরও বলেছেন, ‘ফিলিস্তিনিদের তাদের পশ্চিম তীর ও জেরুজালেমের ঘরবাড়ি থেকে নির্বাসিত করার চেষ্টার বিরোধীতাও করি আমরা।’

ফিলিস্তিনের প্রেসিডেন্ট তার বক্তব্যে আরও বলেন, ‘ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষের ঘরবাড়ি, হাসপাতাল, বিদ্যালয় এবং আশ্রয়কেন্দ্রে বোমা হামলা চালিয়ে সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।’

মাহমুদ আব্বাস আরও বলেছেন, ‘আমরা প্রথম দিন থেকে এই পাশবিক আগ্রাসন বন্ধ ও মানবিক করিডোর চালুর আহ্বান জানিয়েছি। আমরা আবারও দুই পক্ষের বেসামরিক মানুষদের হত্যার বিরোধীতা করছি এবং জিম্মিদের ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা সহিংসতার বিরুদ্ধে এবং আমাদের জাতীয় লক্ষ্যে পৌঁছানোর জন্য সবধরনের শান্তিপ্রিয় এবং বৈধ পন্থা অবলম্বন করছি।’

শান্তির জন্য শীর্ষ সম্মেলন নামে পরিচিত এই বৈঠকে জর্ডান, কাতার, ইতালি, স্পেন, ইইউ এবং যুক্তরাজ্যের কর্মকর্তারাও রয়েছেন। তবে, উল্লেখযোগ্য অনুপস্থিতদের মধ্যে রয়েছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *