Home সারাদেশ দীঘিনালায় পূজা মন্ডপে সেনাবাহিনীর অনুদান প্রদান
Oktober ২১, ২০২৩

দীঘিনালায় পূজা মন্ডপে সেনাবাহিনীর অনুদান প্রদান

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ 

শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালার মন্ডপে মন্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে এসব নগদ অর্থ সহায়তা তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর নাইম পারভেজ, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মুহাম্মদ সাফী মোস্তফা, মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ও লেফটেন্যান্ট শেখ সাব্বির আহমেদ প্রমুখ।

এসময় সনাতন শিব মন্দির, শ্রী শ্রী নারায়ন মন্দির ও মগেদ্বশ্বরী কালী মন্দির, বাবুছড়া রাধা মাধব মন্দির, রশিক নগর হরি মন্দির, মধ্য বোয়ালখালী কৃষ্ণ মন্দির, পোমাং পাড়া বিষ্ণু মন্দির, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, নয় মাইল ত্রিপুরা পাড়া দুর্গা মন্দিরে পূজামন্ডপ উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নিকট নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়।

আর্থিক অনুদান হাতে পেয়ে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, দীঘিনালা জোন সবসময় সনাতন ধর্ম্বালম্বীদের দুর্গাপূজায় আর্থিক সহায়তা করে থাকে। সনাতনী সম্প্রদায় দীঘিনালা জোনের প্রতি চির কৃতজ্ঞ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *