আইসিএমএবি-জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সমঝোতা চুক্তি
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ও দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)- এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও আইসিএমএবি’র পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।সমঝোতা স্মারকের আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা আইসিএমএবি-এর মোট ৬টি কোর্সে পাঠ মওকুফ পাবেন৷
যেসব শিক্ষার্থী সিজিপিএ ৩.০ পেয়ে উত্তীর্ণ হবেন তারা আইসিএমএবি-এর ৩টি কোর্স, সিজিপিএ ৩.৪ পেয়ে উত্তীর্ণরা ৫টি কোর্স এবং মেজর সাবজেক্ট হিসেবে হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে বিবিএ সম্পন্ন করা যেসব শিক্ষার্থী ৩.৪ পেয়ে উত্তীর্ণ হবেন তারা ৬টি কোর্সে পাঠ মওকুফ পাবেন।
এই চুক্তির আওতায় জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বিবিএ ও এমিবিএ-এর শিক্ষার্থীরা বৃত্তি পাবেন৷ সিজিপিএ ৩.৬ (বিবিএ) নিয়ে উত্তীর্ণ ছাত্ররা এবং সিজিপিএ ৩.৫ (বিবিএ) নিয়ে উত্তীর্ণ ছাত্রীরা ১০০% বৃত্তি পাবেন৷ তবে সিজিপিএ ৩.৫ নিয়ে উত্তীর্ণ ছাত্ররা এবং ৩.৪ নিয়ে উত্তীর্ণ ছাত্রীরা ৫০% বৃত্তি পাবেন।
অপরদিকে সিজিপিএ ৩.৭ (এমবিএ) নিয়ে উত্তীর্ণ ছাত্ররা এবং ৩.৬ (এমবিএ) নিয়ে উত্তীর্ণ ছাত্রীরা পাবেন ১০০% বৃত্তি। তবে সিজিপিএ ৩.৬ নিয়ে উত্তীর্ণ ছাত্র এবং ৩.৫ নিয়ে উত্তীর্ণ ছাত্রীরা পাবেন ৫০% বৃত্তি ।
জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “এই চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে৷ তাদের সুযোগ বাড়বে। এমন আরও কয়েকটি সমঝোতা চুক্তির প্রচেষ্টা থাকবে যাতে করে শিক্ষার্থীরা সুবিধা পায়।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আইসিএমবি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শাহজাহান, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকবৃন্দ।