Home রাজনীতি সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত উপড়ে ফেলবে প্রগতিশীল জনতা: বাবলা
Oktober ২১, ২০২৩

সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত উপড়ে ফেলবে প্রগতিশীল জনতা: বাবলা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা ৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ দেশের মানুষ কোনো ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক শক্তির আস্ফালন সহ্য করে না। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যদি কোনো সাম্প্রদায়িক শক্তি দুর্গাপূজায় হামলার অপচেষ্টা করে তাহলে সেই সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত দেশের ধর্মপ্রাণ ও প্রগতিশীল জনতা উপড়ে ফেলবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার বিকালে জুরাইন নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর প্রতিটি মন্দিরে নগদ অর্থ সহায়তা ও পাঁচ শতাধিক হিন্দু নারীদের মাঝে পূজার শাড়ি উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাবলা বলেন, বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, ধর্মভীরু। প্রাচীনকাল থেকেই এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে আসছে। তবে মাঝে মাঝে একটি উগ্রবাদী ধর্মান্ধ শক্তি হিন্দুদের মন্দির ও বাড়ি ঘরে হামলা করে বিশ্ব দরবার বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু মাত্র দুই মাস পর, তাই এবারও সাম্প্রদায়িক অপশক্তি পূজামণ্ডপে হামলার অপচেষ্টা করতে পারে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার পূজাকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে। পাশাপাশি আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক কর্মী, সমাজের প্রগতিশীল জনতা যেকোনো ধরনের সাম্প্রদায়িক নাশকতা প্রতিরোধে সজাগ রয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি কোনো ধর্মীয় সহিংসতায় বিশ্বাস করে না। কিন্তু ইসরাইল নিরীহ ফিলিস্তিনদের ওপর যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। সারা পৃথিবী যখন ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে দারিদ্র বিমোচনে কাজ করছে সেই সময়ে ইসরাইলের আগ্রাসন পৃথিবীর শান্তির জন্য হুমকিস্বরূপ।

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডিএমপির ওয়ারী ডিভিশনের উপ পুলিশ কমিশনার জিয়াউল আহসান তালুকদার, শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নুরুন্নবী, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজমা আক্তার, সাথী আক্তার, হিন্দু সম্প্রদায়ের নেতা ডিকে সমির, স্বপন দাশ, শৈলেশ দাশ, ইন্দ্রজিত দাশ, বিলাশ পোদ্দার, সুনীল টাইগার, নারায়ণ দাশ, রাম দাশ, নন্দন দাশ, শিপলু পাল, প্রেম কুমার দাশ, পার্থ দাশ, পলাশ দাশ, বিঞ্চু দাশ প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *