Home বিনোদন টাইগার থ্রির নতুন চমক অরিজিৎ সিংয়ের গান
Oktober ২১, ২০২৩

টাইগার থ্রির নতুন চমক অরিজিৎ সিংয়ের গান

সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার থ্রি মুক্তি নিয়ে অপেক্ষায় আছেন তাদের ভক্তরা। আগামী ১২ নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টাইগার থ্রি। তার আগেই পোস্টার ও ট্রেলার দিয়ে দর্শকের মন জয় করেছে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি। তবে এর থেকেও বড় চমক টাইগার থ্রির গান। দীর্ঘ নয় বছরের দ্বন্দ্ব মিটিয়ে সালমান খানের সিনেমায় থাকছে অরিজিৎ সিংয়ের গান।

সালমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অরিজিতের গানটির একটি দৃশ্য শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে সালমান লিখেছেন, ‘প্রথম গানের প্রথম ঝলক। ও হ্যাঁ, এটা আমার জন্য অরিজিৎ সিংয়ের প্রথম গান।’ গানের শিরোনাম, ‘লেকে প্রভু কা নাম’।

সম্প্রতি সালমান খানের বাড়িতে দেখা গিয়েছিল অরিজিৎ সিংকে। ৪ অক্টোবর এক্স হ্যান্ডেলে এক নেটিজেন সে ছবি পোস্ট করেন। এরপর থেকেই প্রশ্ন উঠছিল, তবে কি সালমান খানের জন্য প্লে ব্যাক করতে চলেছেন অরিজিৎ সিং? অবশেষে জল্পনাই সত্যি হলো।

২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড শো উপস্থাপনা করছিলেন সালমান খান। আর সেখানে স্বভাবসুলভভাবেই সাদামাটা পোশাকে হাজির হয়েছিলেন অরিজিৎ সিং। তিনি মঞ্চে ওঠার পরই সালমান খান তাকে প্রশ্ন করেন, ‘তুমি কি ঘুমিয়ে পড়েছিলে?’ অরিজিৎ সিং জবাব দেন, ‘‌হ্যাঁ আপনারা ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।’ এ থেকেই শুরু। এতে ব্যাপক চটেন সালমান খান। তাই ভাইজানের সিনেমার নয় বছর অরিজিৎ সিংয়ের গান ছিল না। তবে অবশেষে সে দূরত্ব শেষ হলো। বিষয়টি ভালোভাবেই দেখছে অরিজিৎ সিং ও সালমানের ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা দুজনকে শুভকামনা জানাচ্ছেন টাইগার থ্রিতে অরিজিৎ সিংয়ের গানটি কেন্দ্র করে।

টাইগার থ্রি পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। টাইগার সিরিজের সর্বশেষ সিনেমা ‘‌টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। ছয় বছরে টাইগারের জীবনে বদলে যাওয়া গল্পগুলো নিয়ে আসতে যাচ্ছে টাইগার থ্রি। সিনেমাটির মধ্যে দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন ইমরান হাশমি। টাইগার থ্রিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। টাইগার থ্রিতে আরো অভিনয় করেছেন রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, ঋদ্ধি ডোগরাসহ অনেকে। সিনেমাটির বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। বলা যায় এবারের টাইগার নানা টুইট আর চমক নিয়ে আসতে যাচ্ছে। তবে সবটা জানা যাবে সিনেমাটি মুক্তির পর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *