Home বানিজ্য এক মাসের মধ্যে সব সিঅ্যান্ডএফ এজেন্টের তথ্য চেয়েছে এনবিআর
Oktober ১৯, ২০২৩

এক মাসের মধ্যে সব সিঅ্যান্ডএফ এজেন্টের তথ্য চেয়েছে এনবিআর

মিথ্যা ঘোষণায় আমদানি-রপ্তানি রোধে আগামী এক মাসের মধ্যে বন্দর থেকে পণ্য খালাসে সংশ্লিষ্ট সব ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টদের (সিঅ্যান্ডএফ এজেন্ট) তথ্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি-রপ্তানিকারক ছাড়াও সিঅ্যান্ডএফ এজেন্টদের অ্যাসোসিয়েশনকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব এজেন্টের তথ্য এনবিআরের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’ সফটওয়্যারে এন্ট্রি দেওয়া হবে। ফলে কোন আমদানিকারকের কোন সিঅ্যান্ডএফ এজেন্ট তা সহজে কাস্টমস কর্তৃপক্ষ শনাক্ত করতে পারবে। এর ফলে ভুয়া বিল অব এন্ট্রি বা বিল অব এক্সপোর্টের মাধ্যমে আমদানি-রপ্তানি অনেকটাই বন্ধ হয়ে যাবে বলে মনে করছে এনবিআর। আগামী এক মাসের মধ্যে যে সব আমদানি-রপ্তানিকারক সিঅ্যান্ডএফ এজেন্টের তথ্য সফটওয়্যারের ডাটাবেজে যুক্ত করতে ব্যর্থ হবেন, তাদের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাবে। এনবিআর ১৫ অক্টোবর এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, বাণিজ্যিক আমদানির সঙ্গে জড়িত, কোনো সিঅ্যান্ডএফ এজেন্টের তথ্য সফটওয়্যারের ডাটাবেজে না থাকলে তিনি কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারবেন না। এনবিআর সূত্রে জানা গেছে, এতদিন যে কোনো সিঅ্যান্ডএফ এজেন্ট আমদানি-রপ্তানিকারকের নামে কার্যক্রম পরিচালনা করতে পারতেন। নতুন এ ব্যবস্থায় প্রত্যেক ট্রেডারের জন্য তিন জন সিঅ্যান্ডএফ এজেন্টের নাম সফটওয়্যারের ডাটাবেজে থাকবে। তারা ছাড়া আর কেউ এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবেন না। এর ফলে মিথ্যে ঘোষণায় আমদানি-রপ্তানি অনেকটা কমে যাবে ।

এনবিআর গত মার্চে এ উদ্যোগ নিয়েছিল। শুরুতে বন্ড সুবিধার আওতায় আমদানি করেন—এমন আমদানিকারকদের সিঅ্যান্ডএফ এজেন্টকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। এনবিআরের কাস্টমস উইংয়ের তথ্য অনুযায়ী, দেশে বন্ড সুবিধার আওতায় তালিকাভুক্ত ৮ হাজার ৪২২ জন আমদানিকারক রয়েছে। সবমিলিয়ে আমদানি-রপ্তানিকারকের সংখ্যা ২০ হাজারের ওপরে; এছাড়াও ১০ হাজার নিবন্ধিত সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েছে। আর এ পর্যন্ত ৩ হাজার ব্যবসায়ীর কাছ থেকে সিঅ্যান্ডএফ অনুমোদন পেয়েছে এনবিআর।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *