Home অপরাধ মানিকছড়িতে চোরাই সিএনজি উদ্ধার, আটক ৪
Oktober ১৯, ২০২৩

মানিকছড়িতে চোরাই সিএনজি উদ্ধার, আটক ৪

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে সিএনজি অটোরিক্সা চুরি করে পালাতে গিয়ে পুলিশের হাতে চোরাই সিএনজি অটোরিকশা ও চোরাই কাজে ব্যবহৃত আরেকটি সিএনজি অটোরিক্সাসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার মহামুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে জনৈক মো. নুরুল আলমের একটি সিএনজি অটোরিকশা চুরি করে চট্টগ্রামমূখী রওয়ানা হয় চোর চক্রের সদস্যরা! এমন খবরে মানিকছড়ি থানার চৌকস পুলিশ সদস্যরা বিষয়টি নয়বাজার ফরেনার্স (ফটিকছড়ি-মানিকছড়ি সীমান্ত) চেকপোস্টকে অবহিত করে বিশেষ অভিযান টিমে নিয়োজিত এসআই আশিকুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স দ্রুত চোর চক্রের পিছু নেয়।

রাত সোয়া ১২ টায় ফরেনার্স চেকপোস্টের সামনে চোরাই হওয়া সিএনজি অটোরিকশা ও চোর চক্রের ব্যবহৃত আরেকটি সিএনজি অটোরিকশাসহ ৪চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতরা হলেন আব্দুল্লাহ আল শামীম (২৪), মো. মোজাম্মেল হক (২৩),  সালমান হোসেন রেজভী (১৯) ও আব্দুল হান্নান @ রাসেল (২৪)। আটক চোর চক্রের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বুধবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *