মধুখালী উপজেলা বিএনপির ১৬ নেতাকর্মী বিস্ফোরক মামলায় কারাগারে
মোঃ জুয়েল শরীফ, স্টাফ রিপোর্টার: বিস্ফোরক মামলায় ফরিদপুরের মধুখালী উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের ৫ জন নেতা কর্মীর জাবিন মজুর ও ১৬ জনের জাবিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। গত ৩১ শে জুলাই ২০২৩ইং তারিখে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর অজয় বালা বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬০/৭০ জনকে আসামী করে মধুখালী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ১৯ সেপ্টেম্বর ২০২৩ ইং মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত পাঁচজনের জামিন মঞ্জুর করেন এবং ১৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন। জাবিন পেয়েছেন যারা তারা হলেন,মোঃ আবুল কাশেম আবুল, সাধারণ সম্পাদক মধুখালী উপজেলা বিএনপি। ইলিয়াস বিশ্বাস জাপান,সাংগঠনিক সম্পাদক মধুখালী পৌর বিএনপি। মিজানুর রহমান মিজান, সাদ্দাম আরেফিন, জাহিদুল ইসলাম মুকুল। জামির না মঞ্জুর হয়েছে শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সভাপতি -মধুখালী পৌর বিএন পি। জয়দেব কুমার রায় সাবেক সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কনক হাসান মাসুদ, সাবেক সভাপতি সেচ্ছাসেবক দল। ডি আই মৃধা, বিএনপি নেতা। বাবলু কুমার রায়, যুগ্ম সম্পাদক মধুখালী উপজেলা বিএনপি। এস এম মুক্তার হোসেন, সাবেক ছাত্রনেতা। ইয়াসিন বিশ্বাস, যুবদল নেতা। মোঃ মাহবুব তালুকদার, যুবনেতা। কামাল উদ্দিন মাস্টার, ভিপিইকবাল,যুবদল নেতা। পীযূষ মিত্র, সহেল মেম্বার বিএনপি নেতা,লিয়াকত মেম্বার বিএনপি নেতা। টারজান মাস্টার, ছাত্রদল নেতা।রেদওয়ান আবেদীন সদস্য সচিব মধুখালী পৌর ছাত্রদল। গোলাম সারাফাত সরৎ, ছাত্রনেতা। এ মামলায় আদালতে অনুপস্থিত ছিলেন হায়দার আলী মোল্লা সাংগঠনিক সম্পাদক মধুখালী উপজেলা বিএনপি ও ইমাম হোসেন। এ বিষয়ে মধুখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুলের ও আব্দুল আলীম মানিক সহ-সভাপতি যুবদলের কাছে জানতে চাইলে তারা মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দি সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।