Home অপরাধ সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ১
Oktober ১৮, ২০২৩

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ১

সিলেটে কার্গো ট্রাক ভর্তি কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ এক যুবকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) ভোরে নগর গোয়েন্দা পুলিশের অভিযানিক দল দক্ষিণ সুরমার হুমায়ন রশিদ চত্বর সংলগ্ন এলাকা থেকে ভারতীয় চোরাই পণ্যের চালানটি জব্দ করে।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুমায়ূন রশিদ চত্বর সংলগ্ন ফেঞ্চুগঞ্জগামী সড়কে শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্টের সামনে চৌকি বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে এক কোটি ৫ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে-ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কাজু বাদাম, খেলার বুট জুতা, স্কীন কেয়ার ক্রিম  ও বেটনোভেট-এন ক্রিম। এ সময় জাকির হোসেন (৩৩) নামে একজনকে আটক করা হয়।

জব্দকৃত মালামালসহ আসামির নামে এসএমপি দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *