জবি ইংরেজি বিভাগে চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড পেলেন তিনজন নারী শিক্ষার্থী
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য ‘চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ১৩ ব্যাচের শিক্ষার্থী প্রতিভা রাণী দাস (১ম স্থান), সানজানা নেওয়াজ চৌধুরী (২য় স্থান), রোজিনা আক্তার লোপা (৩য় স্থান)।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোমিন উদ্দীন।
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকারী প্রতিভা রাণী দাস বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে আজকের দিন স্মৃতি হয়ে থাকবে। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতির হিসেবে বিভাগের এধরণের উদ্যোগ সত্যিই প্রসংশনীয়। এই ধারাবাহিকতা অব্যহত রাখার আহ্বান করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো কামাল উদ্দীন আহমদ বলেন, ইংরেজি বিভাগ বরাবরই ব্যতিক্রমধর্মী। শিক্ষার্থীদের পড়াশোনায় উজ্জীবিত করতে প্রতিটা বিভাগের উচিত এমন পদক্ষেপ গ্রহণ করা। এই অ্যাওয়ার্ড প্রবর্তনের ফলে শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল অর্জন করার ব্যাপারে অনুপ্রেরণা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোমিন উদ্দীন বলেন, দায়িত্ব প্রাপ্তির পর থেকে ইংরেজি বিভাগকে শিক্ষার্থী বান্ধব করার নানান কার্যক্রম গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া। এতে অন্য শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা তৈরি হবে এবং পড়াশোনায় আগ্রহ বাড়বে।
উল্লেখ্য, ইংরেজি বিভাগের ১০৪তম একাডেমিক কমিটি সভায় ‘চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড’ প্রদানের সিদ্ধান্তটি গৃহীত হয়। শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় যে সকল শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করবে তাদের এ পুরস্কার দেওয়া হবে এবং যার ধারাবাহিকতা চলমান থাকবে।